নিউজ প্রাচ্যের ডান্ডি: পহেলা বৈশাখেই নারায়ণগঞ্জে তান্ডবলীলা চালিয়ে গেল কাল বৈশাখী ঝড়। বর্ষবরণ উদযাপনে রাস্তায় নেমে দিনের কাঠফাঁটা রোদে যখন হাঁপিয়ে উঠছিল নগরবাসী, ঠিক তখনই পড়ন্ত বিকেলে ঝড়ো বৃষ্টিতে জনমনে এসেছে প্রশান্তি।
শনিবার (১৪ এপ্রিল) বিকলে সোয়া ৫ টায় চারদিক অন্ধকার করে শুরু হয় ধুলো ঝড়। এরপর ক্ষণিকের মধ্যেই মেঘলা আকাশ জুড়ে নামে বৃষ্টি। একই সাথে চলে থেমে থেমে বজ্রপাত। কোথাও হয় শিলা বৃষ্টি।
তবে প্রায় মিনিট ২০ টানা ঝড়ো বৃষ্টি হলেও তা থেমে যেয়ে ১০ মিনিটের মাথায় পুনরায় বজ্রপাতের সাথে শুরু হয় ঝড়ো বৃষ্টি। আর নববর্ষের আনন্দ উদযাপনে বিকেলে বাড়ীর বাহিরে বেরিয়ে কাঙ্খিত গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে প্রয়োজনীয় যানবাহন না পেয়ে দূর্ভোগে পড়ে পথচারী ও যাত্রীরা।
অনেকক্ষণ টানা ঝড়ো বৃষ্টির কারনে নগরীর ডিআইটি থেকে চাষাড়া, খানপুর পর্যন্ত প্রধান সড়কের দু’ধারের পাশাপাশি বিভিন্ন অলিগলিতে সৃষ্টি হয় কৃত্রিম জলাবদ্ধতার। ফলে নববর্ষের সকালে মানুষ উৎসব আনন্দ উপভোগ করার সুযোগ পেলেও বিকেলে অপক্ষেমানদের আনন্দ বৃষ্টিে ভেস্তে যায় বলে জানান অনেকে।