নিউজ প্রাচ্যের ডান্ডি, ফতুল্লা প্রতিনিধি: ফতুল্লার কুতুবপুরের পাগলা নূর বাগ এলাকায় ফ্ল্যাটে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। এসময় অজ্ঞাতনামা ফ্ল্যাটের ভাড়াটিয়া সামসুল হকের নগদ টাকাসহ স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে গেছে মুখোশধারীরা।
মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সামসুল হক বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দিয়েছে।
সামসুল হকে বলেন, সোমবার রাতে তিনি তার পরিবার পরিজনদের নিয়ে বাসায় ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে ঘরের ভেতর কিছু মানুষের উপস্থিতি টের পায় ফ্ল্যাটের লোকজন। এসময় ঘরে প্রবেশকারী ৬ যুবকের প্রত্যেকে মুখোশ পড়া ছিল।
মুখোশধারীরা তার পরিবারের সদস্যদের এক পর্যায়ে জিম্মি করে ফেলে। পরে তারা সামসুলের হাত পা রশি বেঁধে ফেলে। পরে ঘরের মধ্যে থাকা আলমারির চাবি নিয়ে তাতে থাকা নগদ ৩ লাখ টাকা,৩ ভড়ি স্বর্ণালংকার ও ৫টি মোবাইল সেট মুখোশধারীরা নিয়ে যায়। এসময় ঘরের লোকজন চিৎকার করতে চাইলে মুখোশধারী যুবকরা তাদেরকে হত্যার হুমকি দেয় ।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন বলেন, বাদীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।