নিউজ প্রাচ্যের ডান্ডি, সোনারগাঁ প্রতিনিধি: ১৪ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
সোমবার (৯ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি পাজেরো গাড়ী জব্দ করে পুলিশ।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজারের রামু উপজেলার দক্ষিন মরিপাড়া গ্রামের ছাব্বির আহাম্মেদের ছেলে মঞ্জুর আলম, একই এলাকার ভুয়া কলম গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে দিদার আলম এবং মধ্যম ছনিয়া পালন গ্রামের বদিউল আলমের ছেলে মোহাম্মদ আলম।
সোনারগাঁ থানার ইন্সপেক্টর (অপারেশন) আবদুল জব্বার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে কক্সবাজার গামী (ঢাকা মেট্টো-ঘ-১১-৪৩০৯) একটি পাজেরো জিপে তল্লাসী চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ মঞ্জুর আলম, দিদার আলম ও মোহাম্মদ আলমকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।