নিউজ প্রাচ্যের ডান্ডি: সংবিধানে নারী পুরুষ সমান অধিকার বাস্তবে রূপদান করতে পুরুষ নির্যাতন আইন প্রনয়ন করার দাবীতে প্লেকার্ড হাতে দাঁড়িয়েছিলেন স্ত্রী ফাতেমা কর্তৃক নির্যাতিত নারায়ণগঞ্জের বন্দর থানাধীণ নবীগঞ্জের গিয়াসউদ্দিনের ছেলে বাবুল মিয়া।
রবিবার (২৩ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারে ঘটে এ ঘটনা।
এ সময় নির্যাতিত বাবুল মিয়া জানান, তিনি তার স্ত্রী কর্তৃক নির্যাতিত। গত বছরের ২ নভেম্বর তার বিয়ে হয় লাঙ্গলবন্দের ফাতেমা আকতারের সাথে। বিয়ের ১৯ দিনের মাথায় তার স্ত্রী তার বিরুদ্ধে যৌতুক আইনে মামলা দায়ের করেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এই মিথ্যা মামলা থেকে পরিত্রাণ পেতে এবং তার মতো অসংখ্য পুরুষকে এই সমস্যা থেকে উদ্ধার করতে তার এই প্রতিবাদ। সংবিধানে নারী পুরুষ সমান অধিকারের কথা বলা হলেও শুধুমাত্র নারী নির্যাতনের আইন আছে। কিন্তু পুরুষ নির্যাতনের কোন আইন নাই। তাই তিনি পুরুষ নির্যাতনের আইন দ্রুত বাস্তবায়নের দাবী জানান।