নিউজ প্রাচ্যের ডান্ডি, বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নির্বাচনে প্রার্থী হচ্ছেন ২৩নং ওয়ার্ডের দুই দুই বার নির্বাচিত সফল কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান।
গত বৃহস্পতিবার বিকেল ৫টার সময় ২৩নং ওয়ার্ড কাউন্সিলরের নিজ কার্যালয়ে দুলাল প্রধান নাসিকের প্যানেল মেয়র নির্বাচনে প্রার্থী হবার বিষয় নিশ্চিত করেন।
সেই সাথে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন। এব্যাপারে ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নির্বাচনে প্রার্থী হবার সিদ্ধান্ত নিয়েছি। নাসিকের সকল ভোটারদের সহযোগীতা ও নাসিক এলাকা বাসী সকলের দোয়া কামনা করছি।