নিউজ প্রাচ্যের ডান্ডি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী শুক্রবার (২৭ অক্টোবর)। এই উপলক্ষ্যে নারায়ণগঞ্জে মহানগর যুবদল ৩৯ পাউন্ডের কেক কাটাসহ সভানুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলেও কেন্দ্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় যাবে জেলা যুবদল।
এব্যাপারে মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ নিউজ প্রাচ্যের ডান্ডিকে জানান, ‘যুবদলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ৩৯ পাউন্ডের কেক কাটা হবে। এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নগরীতে র্যালী বের করা হবে।’
আর জেলা যুবদল সভাপতি মোশারফ হোসেন জানান, ‘দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীতে যোগ দিতে ঢাকায় যাবে জেলা যুবদলের নেতৃবৃন্দরা। তাই নারায়ণগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকির কোন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে না।’