নিউজ প্রাচ্যের ডান্ডি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে বর্ন্যাতদের পাশে দাঁড়াতে ত্রাণ নিয়ে আগামী সপ্তাহে জামালপুর অথবা গাইবান্ধা যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ।
এজন্য ছাত্রলীগ কর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি শেখ সাফায়েত আলম সানি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সানি নিউজ প্রাচ্যের ডান্ডিকে জানান, ‘আমরা আগামী সাপ্তাহে ত্রাণ নিয়ে বন্যাকবলিতের এখানে যাবো। যেখানো এখনো পর্যন্ত ত্রাণ পৌছায়নি, আমরা সেখানে জেলা ছাত্রলীগ সহ সকলের সহযোগিতা নিয়ে বর্ন্যাতদের পাশে দাঁড়াবো।’
তিনি আরও জানান, ‘আমরা ৫টি ইউনিটের মাধ্যমে সকলের সহযোগিতা কামনা করবো। একটি প্যাকেজের মাধ্যমে ত্রাণ দেওয়া হবে। সেই প্যাকেজে থাকবে ৫ কেজি চাল, ৩ কেজি চিড়া, ১কেজি গুড়, ১ কেজি তেল, এক কেজি ডাল, আধা কেজি লবন, খাবার স্যালাইন ৫টি, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ১ পাতা, মোমবাতি ৫টা, ম্যাচ ১বক্স।’
‘আশাকরি আমাদের ত্রাণ সামগ্রী পেয়ে কমপক্ষে ঈদ পর্যন্ত চলতে পারবেন বন্যাকবলিতরা।’