নিউজ প্রাচ্যের ডান্ডি, বন্দর প্রতিনিধি: বন্দরে পরকীয়া প্রেমের জেরে তানিয়া বেগম নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে প্রেমিক। এ ঘটনায় প্রেমিক ইকবালকে আটক করেছে পুলিশ।
রবিবার (৩১ ডিসেম্বর) সকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তানিয়া বন্দরের চৌধুরীবাড়ি এলাকায় থাকতেন। তার স্বামী নূর হোসেন সৌদি আরব প্রবাসী।
এলাকাবাসী সূত্রে জানায়, দীর্ঘদিন ধরেই প্রবাসী নূর হোসেনের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিলো ইকবালের।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, পরকীয়া প্রেমের কারণেই ইকবাল ও তানিয়ার শনিবার ৩০ ডিসেম্বর বিগত রাতে ঝগড়া হয়। একপর্যায়ে ইকবাল তানিয়াকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় প্রেমিক ইকবালকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।