নিউজ প্রাচ্যের ডান্ডি, বন্দর প্রতিনিধি: স্কুল শিক্ষককে কানধরে উঠবস করা নিয়ে সারা বিশ্বে সমালোচনা বিদ্যমান থাকার পরও আবারও বন্দরের রূপালী আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটি এক স্কুল ছাত্রীর প্রেমিককে ২ ঘন্টা কান ধরিয়ে বসিয়ে রেখে শাস্তি দিয়েছে।
গত মঙ্গলবার রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত স্কুল ছাত্রীর প্রেমিক মুন্নাকে এ শাস্তি দেয় পঞ্চায়েত কমিটি।
জানা গেছে, বন্দর গার্লস স্কুলের নবম শ্রেনীর ছাত্রী তার প্রেমিককে নিয়ে রূপালী এলাকায় নদীর পাড়ে ঘুরতে আসে। এ সময় স্থানীয় পঞ্চায়েতের মোজাম্মেলসহ কয়েক জনে তাদের আটক করে। এ সময় পঞ্চায়েত কমিটির লোকেরা ছাত্রীর মোবাইল ফোনটি রেখে দেয় এবং ছাত্রীর প্রেমিক মুন্নাকে কান ধরিয়ে ২ ঘন্টা বসিয়ে রাখা হয়। বিষয়টি স্থানীয় শত শত লোক প্রত্যক্ষ করে। পরে মুন্না মা-বাবাকে খবর দিয়ে এনে মুচলেকা রেখে ছেড়ে দেয়।
এ ব্যাপারে পঞ্চায়েত নেতা মোজাম্মেল জানান, নদীর পাড়ে ছেলে মেয়েরা অশ্লীলভাবে চলা ফেরা করে এ জন্য এ সাঁজা দেয়া হয়েছে।
বন্দর থানার ওসি আবুল কালাম বলেন, মানুষ বিনোদনের জন্য নদীর পাড়ে আসতে পারে। কিন্তু প্রেমিক বা আত্মীয়র সাথে বেড়াতে আসায় কাউকে সাজা দেয়া অন্যায়। যদি আমাদের কাছে কেউ অভিযোগ করে তবে আমরা আইনগত ব্যবস্থা নেব।