নিউজ প্রাচ্যের ডান্ডি, ফতুল্লা প্রতিনিধি: ফতুল্লার কুতুবপুর পূর্বলামাপাড়া এলাকায় প্রবাসীর বাড়িতে স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রুনা আক্তার ফাতেমা (১৯)। এঘটনায় ফতুল্লা মডেল থানায় গত ২৮ নভেম্বর রাতে ফাতেমার দেবর মিঠুন (২১) বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে । মামলা নং ৭২/১৭
এ মামলার এজাহার সূত্রে জানাযায়, ফতুল্লার কুতুবপুর পূর্ব লামাপাড়া প্রবাসী আলির বাড়িতে ভাড়া থাকে উজ্জল (২৫) ও তার স্ত্রী রিনা আক্তার ফাতেমা । উজ্জল গামের্ন্টেসে চাকুরী করে। তার স্ত্রীর সাথে সাংসারিক অভাব অনাটন নিয়ে প্রায়ই কথা কাটাকাটি হয়। নানা দূর চিন্তায় ডুবে থাকে উজ্জলের স্ত্রী রিনা।
গত ২৮ নভেম্বর উজ্জল দুপুরে বাসায় খাওয়া দাওয়া সেরে চাকুরীতে যায়। এ্সময় সংগোপনে নির্জনে বিকেল ২টা থেকে ৪টার মধ্যে যে কোন সময় গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।আত্মহত্যার খবর শুনে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। এরপর তার সুরাতহাল রিপোর্ট নিয়ে ময়না তদন্তের জন্য লাশটি মগের্ প্রেরন করেছে। এ ঘটনায় উজ্জলের ছোট ভাই ফতুল্লা মডেল থানায় বাদী একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।