নিউজ প্রাচ্যের ডান্ডি, ফতুল্লা প্রতিনিধি: ফতুল্লার কুতুবপুর পাগলা নুরবাগ এলাকার এস,এস,সি পরীক্ষার্থী তানিয়া আক্তার নিখোঁজ দাবী পরিবারের । এলাকাবাসীর দাবী ভালোবাসার টানে প্রেমিকের সাথে চম্পট মেরেছে। ১৭ মার্চ সকালে এ ব্যাপারে তানিয়ার বাবা জালাল বেপারী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হারানো জিডি দায়ের করেছে।
এলাকা সূত্রে জানাযায়, ফতুল্লা থানাধীন কুতুবপুর পাগলা নুরবাগ এলাকার মৃত কাশেম বেপারীর ছেলে মো. জালাল বেপারী(৪৫) । তার মেয়ে তানিয়া আক্তার (১৫) । সে এ বছর এস,এস,সি পরীক্ষা দিয়েছে। গত ১৪ মার্চ সকাল সাড়ে ১০টায় বাবার বাসা থেকে বেড়াতে যাওয়ার কথা বলে বের হয়। এরপর সে আর বাবার বাড়িতে ফিরে আসেনি। তার বাবা মা তাদের আত্মীয় স্বজনসহ সম্ভব্য স্থানে খুঁজে না পেয়ে ১৭ মার্চ সকালে ফতুল্লঅ থানায় একটি হারানো জিডি দায়ের করেছে।