নিউজ প্রাচ্যের ডান্ডি: মোটর সাইকেল চুরি করে পালানোর সময় সদর উপজেলার ফতুল্লায় বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে রাসেল (৩৫) নামে এক চোর মারা গেছে। রবিবার (২১ জানুয়ারী) ভোরে ফতুল্লার ভোলাইল মরাখাল পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল সদর উপজেলার পুরাতন সৈয়দপুর সরদার বাড়ি এলাকার মৃত আলী বকসের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল জানান, রবিবার ভোরে ভোলাইলে একটি বাড়িতে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় দুই চোরকে ধাওয়া করে এলাকাবাসী। এসময় একজন জনতার হাতে ধরা পড়লেও অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে বিক্ষুব্ধ জনতা চোর রাসেলকে গণপিটুনি দিয়ে খানপুর ৩’শ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।