নিউজ প্রাচ্যের ডান্ডি: নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় এবার পিস্তলের বাট দিয়ে পিটিয়ে এক ব্যাক্তিকে আহত করেছে বলে অভিযোগ উঠেছে ফতুল্লার তালিকাভূক্ত সন্ত্রাসী মোফাজ্জল হোসেন চুন্নুসহ তার সহযোগীদের বিরুদ্ধে।এ ঘটনায় সুমন নামের এক ব্যাক্তি বাদী হয়ে সোমবার সকালে ফতুল্লা মডেল থানায় সন্ত্রাসী চুন্নুকে প্রধান করে ২ জন সহ অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে সুমন উল্লেখ্য করেন, গত রোববার রাতে ফতুল্লার কুতুবপুর শাহীমহল্লা এলাকা দিয়ে কাজ শেষে বাসায় যাচ্ছিলেন তিনি। এ সময় আগে থেকেই উৎপেতে থাকা সন্ত্রাসী চুন্নুসহ সহযোগীরা পথের গতিরোধ করে এবং সন্ত্রাসী মোফাজ্জল হোসেন চুন্নুর কাছে থাকা অবৈধ পিস্তলের বাট দিয়ে মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করে শরীরের নীলফুলা জখম করে। জমি সংক্রান্ত্র বিরোধের জের ধরে সন্ত্রাসী চুন্নু বাহিনী এ হামলা চালিয়েছে বলে ব্যবসায়ী সুমন অভিযোগ করেন। এছাড়াও গত কয়েকদিন আগে তালিকাভূক্ত সন্ত্রাসী চুন্নুকে ফতুল্লা মডেল থানার এস আই আতাউর রহমান আফ্রাদ গ্রেফতার করতে বাড়ীতে অবস্থান করায় শারীরিকভাবে লাঞ্চিত করেছে বলেও অভিযোগ উঠেছে।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, চুন্নু হচ্ছে ফতুল্লা মডেল থানার তালিকাভূক্ত সন্ত্রাসী। সন্ত্রাসী চুন্নুর বিরুদ্ধে সুমন নামের এক ব্যাক্তি বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গ, ফতুল্লা মডেল থানার তালিকাভূক্ত সন্ত্রাসী হচ্ছে মোফাজ্জল হোসেন চুন্নু। বিভিন্ন অপরাধে এ পর্যন্ত চুন্নুর বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।