নিউজ প্রাচ্যের ডান্ডি: পুলিশ পেটানো সেই সন্ত্রাসী তেলচোরা সালাউদ্দিন এবার চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক লুটতরাজ করেছে বলে অভিযোগ উঠেছে। সন্ত্রাসী তেলচোর সালাউদ্দিনসহ তার সহযোগীরা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে নগদ অর্থসহ প্রতিষ্ঠানের ম্যানেজারকে গুরুতর জখম করেছে।
এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক দেলোয়ার হোসেন বাদী হয়ে মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে সন্ত্রাসী সালাউদ্দিনসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে দেলোয়ার হোসেন উল্লেখ্য করেছেন, নারায়ণগঞ্জের ফতুল্লার মেঘনা ডিপোর উল্টোপাশে ডলফিন ব্রাদাস লিঃ নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত কয়েকমাস পূর্ব থেকে ফতুল্লার মৃত এলাহী বক্্র এর ছেলে সন্ত্রাসী সালাউদ্দিন ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা দাবির বিষয়টি স্থাণীয় মুরুব্বীদের জানানোর পরেও সে ক্ষান্ত হয়নি। উল্টো ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দুপুর দেড়টায় সন্ত্রাসী সালাউদ্দিনসহ অজ্ঞাত ১০-১২ জনের একদল সন্ত্রাসী পূনরায় চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে আসে এবং প্রতিষ্ঠানের দায়িত্বরত ম্যানেজার খায়রুল আলম সেন্টু দাবিকৃত চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করায় প্রতিষ্ঠানে হামলা চালায় এবং প্রতিষ্ঠানে রক্ষিত প্রায় আড়াই লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। প্রতিষ্ঠানের ম্যানেজার উল্লেখিত সন্ত্রাসীদের অনাধিকার প্রবেশে বাধা প্রদান করলে তাকেও মারধর করে গুরুতর জখম করে। হামলাকারীদের হামলার ঘটনায় ম্যানেজার খায়রুল আলম সেন্টু ডাক চিৎকার করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, এ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, এর আগেও সন্ত্রাসী সালাউদ্দিনসহ তার সহযোগী মনিরগণ ফতুল্লা মডেল থানার এস আই এনামুল হককে ডিউটিরত অবস্থায় হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানা পুলিশ সন্ত্রাসী তেলচোরা সালাউদ্দিনসহ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়। সে সাথে সালাউদ্দিনের সহযোগী মনিরের কাছ থেকে অবৈধ মাদক উদ্ধার করে। পুলিশ মাদক উদ্ধারের ঘটনায় তেলচোরা সালাউদ্দিনকে পলাতক আসামি দেখিয়ে পৃথক আরেকটি মামলা দায়ের করেন।