নিউজ প্রাচ্যের ডান্ডি: ফতুল্লা বাজারে এক দোকানীকে বাকীতে পন্য দিয়ে বিপাকে পড়েছেন ঢাকার একজন পাইকারী পন্যর ব্যবসায়ী। পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদারের হুমকিতে নিরাপত্তাহীনতায় রয়েছে সে। এব্যাপারে আব্দুল্লাহ খান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ভাই ভাই ষ্টোরের মালিক শরিফ ও আরিফের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছে।
ঢাকার শ্যাম বাজারে পাইকারী পন্যর আড়ৎ রয়েছে আব্দুল্লাহ’র। আব্দুল্লাহর আড়ৎ থেকে ফতুল্লা বাজারের ভাই ভাই ষ্টোরের মালিক শরীফ ও আরিফ বাকিতে কিছু পণ্য ক্রয় করে। আব্দুল্লাহ ভাই ভাই ষ্টোরের মালিক পক্ষের কাছে ৮৯ হাজার ১’শ ৯২টাকা পাওনা হয়। পাওনা টাকার বিভিন্ন সময়ে আব্দুল্লাহ ফতুল্লা বাজারে আসলেও ষ্টোরের মালিক টাকা না দিয়ে কাল ক্ষেপন করে। গত ৩১ জানুয়ারী সকালে আব্দুল্লাহ ফতুল্লা বাজারে পাওনা টাকা চাইলে শরীফ ও আরিফ বিভিন্ন ধরনের হুমকি দেয় বলে অভিযোগ। এ ব্যাপারে আব্দুল্লাহ ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।