নিউজ প্রাচ্যের ডান্ডি, ফতুল্লা প্রতিনিধি: পাগলা শাহী বাজার এলাকায় ভাড়াটিয়ার কাছে বাড়ি ভাড়া চাইতে গেলে বাড়িওয়ালা কে মারধর করে রক্তাক্ত করেছে। এ ঘটনা ঘটেছে গত শনিবার সকাল ৯টায়।
এব্যাপারে ফতুল্লা মডেল থানায় বাড়িওয়ালা রেনু মিয়া (৬০) বাদী হয়ে ভাড়াটিয়া মানিক (৫৫) এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ অভিযোগ সূত্রে জানাযায়, ফতুল্লার কুতুবপুর শাহী বাজার আমতলা এলাকায় মৃত এনাম বক্রের ছেলে রেনুমিয়ার বাড়ীতে ভাড়া থাকে একই এলাকার মুত গোলাম আলীর ছেলে মানিক । সে গত ২০১৬ ইং সালে প্রতি মাসে ভাড়া হিসেবে ৬ হাজার টাকা ফ্ল্যাট ভাড়া নেয়। ১৬ মাস হওয়ার পরেও সে ভাড়া দেয়নি। বরং বাড়ি ওয়ালা তার কাছে ভাড়া চাইতে গেলে সে হুমকী দিয়ে যাচ্ছে।গত ২৪ ফেব্রুয়ারী (শনিবার) সকাল ৯টায় বাড়িওয়ালা মানিক মিয়ার কাছে ঘর ভাড়া চায়। এসময় তর্কবির্তক হলে মানিক বাড়িওয়ালা ও তার ছেলেকে মারধর করেছে।
এলাকাবাসী জানান, মানিক মিয়াকে একসময় বাড়িওয়ালা ব্যবহার করে অন্যদের সায়েস্তা করেছে। আজ তাকেই আবার ভাড়াটিয়া মানিক সাইজ করেছে। ১৬ মাস পরে ভাড়া নিয়ে লাগবে এটা ভাবার কথা নয়।