নিউজ প্রাচ্যের ডান্ডি, ফতুল্লা প্রতিনিধি: ফতুল্লা মডেল থানা জেলা ডিবি পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তরের পৃথক অভিযানে ১শ’ ৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ বোতল ফেন্সিডিল এবং ২শ গ্রাম গাঁজাসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এসআই রোকসানা আক্তার জানান, ফতুল্লা মডেল থানার এএসআই কাজী এনামুল হক, এএসআই তারেক আজিজ গত ১১ নভেম্বর শাসনগাঁও বিসিক এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০৭ পিস ইয়াবা ট্যাবটেলসহ আবুল হাশেমের ছেলে আলম (৩২) কে গ্রেপ্তার করেছে।
১১ নভেম্বর রাতে জেলা ডিবির এসআই মনিরুজ্জামান ও ফিরোজ মুন্সী দাপা ইদ্রাকাপুর এলাকা হতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ বোতল ফেন্সিডিলসহ সুলতান (৪০)কে গ্রেপ্তার করেছে। সে পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন ধানখালী গ্রামের মো. মজিবরের ছেলে।
জেলা মাদকদ্রব্য অধিদপ্তর নিয়ন্ত্রণ এর এএসআই মোশাররফ হোসেন ফতুল্লার এনায়েত নগর এলাকা হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২শ’ গ্রাম গাঁজাসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, ঐ এলকার মৃত অমূল্য চন্দ্র সরকারের ছেলে অপু চন্দ্র সরকার (৩০) ও ভুলু মিয়ার ছেলে হারুন অর রশিদ (২৫) ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।