নিউজ প্রাচ্যের ডান্ডি, ফতুল্লা প্রতিনিধি: ফতুল্লা মডেল থানা পুলিশ মঙ্গলবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেন(২৮), জুম্মন(২৭), টুটুল(২৮), রফিকুল ইসলাম(২৬) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
ফতুল্লা মডেল থানা পুলিশের মাদকের বিরুদ্ধে অভিযান চালমান। মঙ্গলবার রাতে কুতুবপুরের দাপা ইদ্রাকপুর এলাকা থেকে হেলাল উদ্দিনের ছেলে আনোয়ার হাসেনকে ২১টি ও পূর্ব দেলপাড়া এলাকা থেকে আব্দুল কাউয়ুম মিয়ার ছেলে জুম্মন, বাবুল মিয়ার ছেলে টুটুল ও রফিকুল ইসলাম মুন্নাকে ১২০টি ইয়াবাসহ গ্রেফতার করেছে। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠিয়েছে পুলিশ।