নিউজ প্রাচ্যের ডান্ডি, ফতুল্লা : জেলা ডিবি পুলিশ ও ফতুল্লা মডেল থানা পুলিশ গত মঙ্গলবার রাতে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩শ‘৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার এস আই মিজানুর রহমান-২ ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকের বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মুসলিমনগর এতিমখানা সড়ক হতে ২ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো কাশীপুর এলাকার মাঈনুদ্দিনের ছেলে শাহাদাত হোসেন (২৫),মিন্টু হোসেনের ছেলে বাপ্পি(২২) ।
এএসআাই আব্দুল গাফ্ফার তালুকদার গত মঙ্গলবার রাতে ফতুল্লার কাশীপুর এলাকা হতে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মজিবুর রহমান (৩৫)কে গ্রেপ্তার করেছে । সে মুসলিমনগর এলাকার মো.জজমিয়ার ছেলে।
অপরদিকে, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই আসাদুজ্জামান আসাদ শেখ ফতুল্লা লিংক সড়ক হতে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, ফতুল্লার শেরে বাংলা লিংক রোড এলাকার মো.মৃত মোহম্মাদ হোসেনের ছেলে মাহবুবু (২৪),ফাজিলপুর এলাকার মো. সামশুলহকের ছেলে মাদক সম্রাট সানি ওরফে ইয়াবা সানি(৩৫) এবং মৃত আ.লতিফের ছেলে মনির হোসেন মনির কসাই (৩০)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।