নিউজ প্রাচ্যের ডান্ডি, ফতুল্লা প্রতিনিধি: ফতুল্লার কাশীপুর কলেজ রোড এলাকার মরহুম শহিদুল্লাহ ইসলামের মেয়ে তাসমিয়া (১৪) অপহরন করেছে একই এলাকার হৃদয় রায়হান ও তার সহযোগিরা ।
এ ব্যাপারে হৃদয় হায়হানসহ ৪/৫ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় তাসমিয়ার নাজমা আক্তার বাদী হয়ে শুক্রবার রাতে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে ।
এ মামলার অভিযোগে, জানাযায়, ফতুল্লা কাশীপুর কলেজ রোড এলাকার মরহুম শহিদুল্লাহ ইসলামের ছোট মেয়ে তাসমিয়া আক্তার।
সে নারায়ণগঞ্জ সরকারী বালিকা বিদ্যালয়ে ১০ম শ্রেনিতে পড়ালেখা করে আসছে। তাসমিয়ার চলার পথে প্রায়ই একই এলাকার ইউনুছ মিয়ার ছেলে হৃদয় রায়হান উত্ত্যাক্ত করে। এ ব্যাপারে হৃদয়ের বাবা মায়ের কাছে তাসমিয়ার মা নাজমা বিচার দেয় কিন্তু পরিবারের সদস্যরা হৃদয় হায়হানকে আরো উৎসাহ করে আসছে।
গত ৭ অক্টোবর সকালে কোচিংয়ে পড়তে গেলে তাসমিয়াকে ফুসলিয়ে অপহরন করেছে হৃদয় রায়হান ও তার ভাই অপু, তপু গংরা।
এ ব্যাপারে এলাকাবাসী জানান, তাসমিয়ার সাথে হৃদয়ের ভালোবাসার সম্পর্কে জের ধরে একে অপরের সাথে সংসার করার লক্ষে পালিয়েছে।