নিউজ প্রাচ্যের ডান্ডি, ফতুল্লা প্রতিনিধি: বক্তাবলীর গোপাল নগর এলাকার আজিজ স্ত্রীর খাম খেয়ালী ও অত্যাচার সহ্য করতে না পেরে ফতুল্লা মডেল থানায় স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ অভিযোগ সূত্রে জানা যায়, ফতুলÍঅ থানাধীন বক্তাবলী গোপাল নগর এলাকার হাজী আফসার উদ্দিনের ছেলে মো. আ. আজিজ (২৮)। সে গত ৪ বছর আগে ইসলামের শরীয়ত মোতাবেক জিনিয়া আক্তার (২২) কে বিবাহ করেছে। সে এনায়েতনগর এলাকার ধর্মগঞ্জ গ্রামের মো. ইসমাইলের মেয়ে। তাদের দাম্পত্য জীবনে সাড়ে তিন বছরের আদনান নামের একটি ছেলে সন্তান রয়েছে। আজিজের অভিযোগ তার স্ত্রী জিনিয়া নিজের খেয়াল খুশি মতো চলা ফেরা করে। সে তার স্বামীর অবাধ্যে চলা ফেরা করে । যখন খুশি সে তার বাবার বাড়ি চলে যায়। কারো শাসন মানেনা জিনিয়া। গত ২ নভেম্বর স্বামীর বাড়ি ছেড়ে ঝগড়া করে বাবার বাড়ি চলে যায়।
এব্যাপারে জিনিয়ার আত্মীয়রা জানান, আজিজ ও তার পরিবার জিনিয়াকে যৌতুকের জন্য নানাভাবে নির্যাতন করে। তাদের নির্যাতন সহ্য করতে না পেরে বাবার বাড়ি চলে আসে তার সন্তান আদনানকে নিয়ে।