নিউজ প্রাচ্যের ডান্ডি, ফতুল্লা প্রতিনিধি: ফতুল্লা মডেল থানায় গত শনিবার রাতে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মহিলাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এএসআই রফিকুল ইসলাম-২ জানান, ফতুল্লা মডেল থানার এস.আই মোজাহারুল ইসলাম গত শনিবার রাতে ফতুল্লার কুতুবপুর পাগলা নয়ামাটি এলাকায় মাদকের অভিযান চালিয়ে ১০০(একশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সোহেল(২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার মো. করম আলীর ছেলে।
অপরদিকে, নারায়ণগঞ্জ জেলখানা হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাবিনা ওরফে সাগরিকা কে শনিবার বিকেলে আটক করে কারাগার কর্র্তৃপক্ষ পুলিশ । সে সিদ্ধিরগঞ্জ এলাকার মামুনের স্ত্রী। তার স্বামী কারাগারে বন্দি আছে। তাকে সে দেখতে যায় এবং ইয়াবা দিয়ে সহায়তার অভিযোগে তাকে আটক করেন কারগার পুলিশ। এব্যাপারে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে পৃথক দুইটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।