নিউজ প্রাচ্যের ডান্ডি, ফতুল্লা প্রতিনিধি: ফতুল্লা থানা পুলিশ গত ২৪ ঘন্টায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২শ‘২০পিস ইয়াবা ট্যাবলেটসহ ৮ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এস,আই রোকসানা আক্তার জানান, গত ১৯ ফেব্রুয়ারী রাতে এ,এস,আই আশরাফুল ইসলাম মাদকের অভিযান চালিয়ে আবু তালেব (২৮) কে গ্রেপ্তার করেছে। সে কোতালেরবাগ বউবাজার এলাকার বাবর উদ্দিনের ছেলে।
এস,আই কাজী এনামুল হক ও এ,এস,আই তারেক আজিজ গত রোববার রাতে ৫শ‘ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, কোতালেরবাগ এলাকার বয়তাল উদ্দিনের ছেলে শহীদুল ইসলাম(৪০),সস্তাপুর এলাকার আসাব উদ্দিনেসর ছেলে নাজিম (৩৫)এবং মো. শহর আলীর ছেলে ইনসান (২৮)।
এস,আই শাফিউল আলম ২০ ফেব্রুয়ারী সকালে ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সজল মিয়া (২৫) কে গ্রেপ্তার করেছে। সে উত্তর গোয়ালন্দ এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে।
এস,আই মোজাহারুল ইসলাম গত রোববার রাতে হাজীগঞ্জ ওয়াবদারপুল এলাকা থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাসেল (২৭) কে গ্রেপ্তার করেছে। সে হরিহরপাড়া এলাকার মৃত জাফরের ছেলে।
এব্যাপারে পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।