নিউজ প্রাচ্যের ডান্ডি: লাঞ্ছনার শিকার নারায়ণগঞ্জের আলোচিত শিক্ষক শ্যামল কান্তিকে কারাগারে পাঠানোর প্রতিবাদে ফরিদপুরের ছাত্র-শিক্ষক জনতা নিজেদের কান ধরে ব্যাতিক্রমী প্রতিবাদ জানালেও ‘রা’ নেই নারায়ণগঞ্জের শিক্ষক-ছাত্র সমাজসহ সাধারন জনগণের মুখে। এমনকি নারায়ণগঞ্জের হিন্দু সংগঠন গুলোর নেতৃবৃন্দরাও মুখে কুলুপ এঁটে বসে আছেন!
জানাগেছে, নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কারাগারে পাঠানোর প্রতিবাদে ব্যতিক্রমী মানববন্ধন করেছেন ফরিদপুরের ছাত্র-শিক্ষক ও জনতা। তারা দুই কান ধরে এ কর্মসূচি পালন করেন।
শনিবার (২৭ মে) সকাল সাড়ে ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ছাত্রযুব ঐক্য পরিষদ, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে ছাত্র-শিক্ষক ও স্থানীয় জনতা অংশ নেন।
তারা অবিলম্বে এ মামলা নিঃশর্তভাবে প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, ২৪ মে শ্যামল কান্তি ভক্তকে এক ঘুষের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলায় এক লাখ ৩৫ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ করা হয়েছে।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কল্যাণদীতে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক মোর্শেদা বেগম বাদী হয়ে এ মামলা করেন। শ্যামল কান্তি যে স্কুলের প্রধান শিক্ষক।
পুলিশের দেয়া অভিযোগপত্র আমলে নিয়ে নারাণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত ওইদিন সকালে তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন।