নিউজ প্রাচ্যের ডান্ডি, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামী লিটন (৩২)কে ১৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে। লিটন ঢাকার ডেমরা থানার পশ্চিম সানারপাড় এলাকার আক্কাস আলীর ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, লিটন একজন মাদক বিক্রেতা। সে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় ও ঢাকার ডেমরার পশ্চিম সানারপাড়, কোদাল দোয়াসহ বিভিন্ন এলাকায় ফেনসিডিলসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল। শুক্রবার রাতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। এ সময় তার কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, তার বিরুদ্ধে ডেমরা থানায় হত্যা, চাঁদাবাজি ও পুলিশের উপর হামলার ঘটনায় তিনটি মামলা রয়েছে। ফেনসিডিল উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।