নিউজ প্রাচ্যের ডান্ডি: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীণ পিরোজপুরের বিথী ফ্যাশন লি: নামক একটি গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবীতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া বরারবর স্মারকলিপি দিয়েছেন।
মঙ্গলবার (২৯ আগষ্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে তারা এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে শ্রমিকরা উল্লেখ করেন, সোনারগাঁ থানাধীণ পিরোজপুরের বিথী ফ্যাশন লি: গার্মেন্টসের মালিক শ্রম আইন লঙ্ঘন করে শ্রমিকদের বকেয়া পাওনা না দিয়ে ঈদের পূর্বে অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই করে। ফলে অসহায় শ্রমিকরা বর্তমানে মানবেতর জীবন যাপণ করছে। বিকেএমইএ, ইন্ড্রাষ্ট্রিয়াল পুলিশ ও কল কারখানা পরিদর্শণ অধিদপ্তরে এ বিষয়ে একাধিকবার জানানো হলেও কোন সমাধান হয়নি। তাই বিষয়টি বিবেচনার জন্য জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছে শ্রমিকরা। সেই সাথে আসছে পবিত্র ঈদুল আযহার পূর্বে শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধের জন্য মালিক পক্ষের সাথে আলোচনার মাধ্রমে সুষ্ঠ সমাধান প্রদান করবেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম গোলক, গার্মেন্টসের শ্রমিক তোতা, মানসুরা, মাসুম বিল্লাহ, হামিদুল ইসলাম, শিমুল প্রমূখ।