নিউজ প্রাচ্যের ডান্ডি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ফতুল্লার মুসলিমনগর আদর্শপাড়া এলাকায় ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মুসলিমনগর আদর্শপাড়া এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঘুড়ি উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবলীগের দপ্তর সম্পাদক শেখ মো: ইদ্রিস আলী। ফতুল্লা থানা যুবলীগ নেতা মো: ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ফয়সাল, মহানগর ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান প্রিন্স।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মো: ইদ্রিস আলী বলেন, বঙ্গবন্ধু ছিলেন গণ মানুষের নেতা। তাঁর জন্য আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাই বঙ্গবন্ধুর আদর্শে যুব সমাজকে মানুষের কল্যানে কাজ করার আহবান জানান ইদ্রিস আলী। ইদ্রিস আলী আরো বলেন, আজকের যুব সমাজকে ধ্বংস করছে মাদক। তাই সমাজকে মাদক মুক্ত করতে বেশি বেশি বিভিন্ন খেলার আয়োজন করতে হবে।
ঘুড়ি উৎসবের আয়োজনে ছিলেন, মারুফ, আসাদুল, মিদুল, সাকিব, বশির, জিসান। এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় যুবলীগ নেতা খোকন, আকাশ, ইমন, হাসান, আশিক, সুজন, আমিনুল, ইয়াসিন, আল-আমিন, শাওন, ইয়াসিন মোল্লা, তালহা প্রমূখ।