নিউজ প্রাচ্যের ডান্ডি: নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. আবু হাসনাত শহীদ বাদল বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের ডাকে সাড়া দিয়ে বাংলার মানুষ সাড়া দিয়েছিল। তিনি বলেছিলেন এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারেরর সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। বঙ্গবন্ধুর সেই জ্বালাময়ী ভাষন বিশ্বের কাছে গ্রহন যোগ্যতা পেয়েছে, আর পেয়েছে ইউনেস্কোর স্বীকৃতি।’
বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগ আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চের ভাষন ‘মোমোরি অব দ্যা ওয়ার্ল্ড’ হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় মিলাদ দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভিপি বাদল আরো বলেন, ‘আজ ইউনেস্কো যে সম্মান দিয়েছে তাতে আমরা বাঙ্গারী সকল জাতি আনন্দিত। স্বাধীনতার ৪৭ বছর পর বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষনটি মেমোরি অব দ্য ওয়ার্ল্ড স্বীকৃতি পাওয়ায় আমরা শুকরিয়া আদায় করছি।’
অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন, স্বাচিপ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁ থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শামসুল ইসলাম ভূইয়া, সাবেক পিপি এড. আসাদুজ্জামান আসাদ, জেলা তাতীঁ লীগের সহ-সভাপতি মো: জসিম উদ্দিন জসিম, মহানগর তাঁতী লীগের সভাপতি মো: রাসেল, বন্দর থানার যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন সহ প্রমূখ।