নিউজ প্রাচ্যের ডান্ডি: মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা তাতীলীগ।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে জেলা তাতীলীগের সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সফল নেতৃত্বের কারনেই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মাত্র নয় মাসে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাস্ত করতে সক্ষম হয়েছি। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশের আপামর মানুষ যার কাছে যা আছে তাই নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পরেছে আর বিজয় ছিনিয়ে এনেছে। তাই বিজয়ের এই ৪৬ বছর পর জাতির এই মহা নায়ককে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। সেই সাথে বিজয়ের এই ঐতিহ্য ধরে রেখে বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা প্রধাণমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে আমাদের অগ্রযাত্রা অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি।
জেলা তাতীলীগের সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনে আরও উপস্থিত ছিলেন জেলা তাতীলীগের সহ-সভাপতি জসিমউদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক নুরু, এড. মশিউর, এড. মিলন প্রমুখ।