নিউজ প্রাচ্যের ডান্ডি, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ডস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিরাজুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম ঠান্ডু। এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমটির কার্যকরী সভাপতি মশিউর মালেক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন শাহিন, ইঞ্জিঃ শাকিল খান, যুগ্ম-সম্পাদক রাশিদা হক কনিকা, ইসমাইল হোসেন, দয়াল বেলাল শাহ, তুষার সাবু, মজিবুর রহমান মন্ডল, আতাউর রহমান, জাহাঙ্গির আলম, শাহাদাৎ হোসেন, শরিফ হোসেন, জাহাঙ্গির, ইসমাইল হোসেন ও ইয়ামিন হোসেন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন হারুনুর রশিদ। অনুষ্ঠান শেষে সিরাজুল ইসলাম মন্ডল কে সভাপতি ও মাসুদুর রহমান মসুদ কে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষনা করা হয়।