নিউজ প্রাচ্যের ডান্ডি, বন্দর প্রতিনিধি: অটিজম চাইল্ড মডেল একাডেমীতে দুঃসাহসিক চুরির ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গত মঙ্গলবার বিকেলে প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা হাসিনা রহমান শিমু বাদী হয়ে বন্দর থানায় অজ্ঞাত চোরের দলকে আসামী করে এ মামলা দায়ের করেন।
জানা গেছে, রোববার গভীর রাতে বন্দর থানার ফরাজিকান্দাস্থ অটিজম চাইল্ড মডেল একাডেমীতে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে। চোরের দল কৌশলে একাডেমীর তালা না ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ ২০ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ৪০ হাজার টাকা মালামাল চুরি করে পালিয়ে যায়।
এ ব্যাপারে অটিজমের প্রধান শিক্ষিকা শিমু জানান, চুরি ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, থানায় মামলা দায়েরের পর পুলিশ চোরাইকৃত মালামাল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।