নিউজ প্রাচ্যের ডান্ডি, বন্দর প্রতিনিধি: ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগনের জন্য ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরন কোর্সের শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় বন্দর উপজেলার বিআরডিভি হলরুমে এ কোর্সের শুভ উদ্ধোধন করা হয়। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট ঢাকা কর্তৃক আয়োজিত ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরন কোর্সের শুভ উদ্ধোধন অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার নারায়ণগঞ্জ উপ-পরিচালক (উপ-সচিব) মো মখলেছুর রহমান।
বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরন কোর্সে উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম.এ সালাম, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাছুম আহাম্মেদ, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদুর রহমান ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধানসহ ৫টি ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ।