নিউজ প্রাচ্যের ডান্ডি, বন্দর প্রতিনিধি: বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে জসিম (৩০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। অভিযান চলাকালে পুলিশ ধৃত মাদক ব্যবসায়ী দেহ তল্লাশী করে ৮০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সোমবার রাত পৌনে ১০টায় বন্দর উপজেলার মদনপুর বাজারস্থ হাসেম মিয়ার চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং-২৪(৯)১৮। গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী জসিম বন্দর উপজেলার দেওয়ানবাগস্থ ছোটবাগ এলাকার সামছুদ্দিন মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।