নিউজ প্রাচ্যের ডান্ডি, বন্দর প্রতিনিধি: বন্দর থানা পুলিশ ৪৬ পিছ ইয়াবা ট্যাবলেট ও ২’শ ৫০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে বন্দরে বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে পৃথক ৪টি মামলা রুজু করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানা পুলিশ দক্ষিন খোলা এলাকায় মাদক উদ্ধারের অভিযান চালিয়ে ৩১ পিছ ইয়াবা ট্যাবলেসহ একই এলাকার আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী শিউল (৪৭)কে গ্রেপ্তার করে। একই রাতে কামতাল পুলিশ অভিযান চালিয়ে ১’শ গ্রাম গাঁজাসহ বন্দর কাজীবাড়ী এলাকার মৃত আহসান উল্ল্যাহ মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী লিয়াকত আলী (৩৮)কে গ্রেপ্তার করে।
এ ছাড়াও শুক্রবার সকালে ধামগড় ফাঁড়ী পুলিশ অভিযান চালিয়ে ১’শ ৫০ গ্রাম গাঁজাসহ ইস্পাহানী ধামগড় এলাকার আব্দুল রাজ্জাক মিয়া ছেলে গাঁজা ব্যবসায়ী শাহাআলম (৩৫)কে গ্রেপ্তার করে। একই দিনে সকালে কামতাল পুলিশ ১৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মদনপুর দেওয়ানবাগ এলাকার বাচ্চু মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী রফিকুল ইসলাম (২৫)কে গ্রেপ্তার করে। ধৃত ৪ মাদক ব্যবসায়ীকে পৃথক ৪টি মাদক মামলায় শুক্রবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।