নিউজ প্রাচ্যের ডান্ডি, বন্দর প্রতিনিধি: কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মুহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী। বিশেষ অতিথি ছিলেন জুনিয়র কনসালটেন্ট ডা. গাজী জাহাঙ্গীর হোসেন, ডা. ওমর খালিদ ফয়সালসহ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আলোচনা শুরু আগে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে আলোচনা শেষে র্যালি অনুষ্ঠিত হয়।