নিউজ প্রাচ্যের ডান্ডি, বন্দর প্রতিনিধি: বন্দর থানা পুলিশ নিজাম উদ্দিন (৪৫) নামে এক গাঁজা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
গত বুধবার রাতে বন্দর থানার আলীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ গ্রেপ্তার করে। পুলিশ ওই সময় গাঁজা বিক্রেতা নিজাম উদ্দিনের দেহ তল্লাশী করে ২’শ গ্রাম গাঁজা উদ্ধার করে। ধৃত গাঁজা বিক্রেতা নিজাম উদ্দিন একই এলাকার মৃত সাইজুদ্দিন প্রধানের ছেলে।
গ্রেপ্তারকৃত নিজাম উদ্দিনকে মাদক মামলায় বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।