নিউজ প্রাচ্যের ডান্ডি, বন্দর প্রতিনিধি: ২টি কাঠ গাছ কর্তন ও ফসলাদী নষ্ট করাসহ জোরপূর্বক পুকুর থেকে মাছ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গত শুক্রবার রাতে আব্দুল আউয়াল মিয়া বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৭০(১০)১৭। ধারা- ১৪৩/ ৪৪৭/ ৩২৩/ ৪২৭/৫০৬ দঃবিঃ। জানা গেছে, বন্দর থানার গকুলদাসের বাগ এলাকার মৃত রজ্জব আলী মিয়ার ছেলে আব্দুল আউয়াল মিয়া দাশেরগাও ও চাপাতলী মৌজাস্থীত এসএ ১৬৯ আরএস-৩০৩ দাগের বাগনবাড়ী র্দীঘ দিন ধরে কাঠগাছ ও ফসলাদী রোপনসহ পুকুরে মাছ চাষ করে আসচ্ছে। এর ধারাবাহিকতায় একই এলাকার মৃত তমিজউদ্দিন মিয়ার ৩ ছেলে জহিরুল ইসলাম, রফিকুল ইসলাম ও মফিজুল ইসলাম বিভিন্ন সময়ে গাছপালা, ফসলাদী ও পুকুরে মাছ ধরে ক্ষতি করে আসচ্ছে। এ বিষয়ে স্থানীয় এলাকায় একাধিকবার বিচার শালিস মাধ্যমে মিমাংসা করা হয়। এলাকার বিচার শালিস উপেক্ষা করে গত ২৪ অক্টবর উল্লেখিতরা আব্দুল আউয়াল মিয়ার সম্পত্তিতে অনাধিকার প্রবেশ করে বাদীর রোপনকৃত ২টি কাঠগাছ কেটে নিয়ে ২০ হাজার টাকা ক্ষতি সাধন করে।
এ ঘটনায় বাগান মালিক প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে আউয়াল মিয়াকে বেদম মারপিট করে আহত করে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়ের হলেও এ মামলার কোন আসামেিক গ্রেপ্তারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।