নিউজ প্রাচ্যের ডান্ডি, বন্দর প্রতিনিধি: বন্দরে পাওনাদারের যন্ত্রনা সহ্য করতে না পেরে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে জুয়ারী নাদিম(২২)।
বৃহস্পতিবার বিকেলে বন্দর নয়ানগড় এলাকার আ: হাসেম মিয়ার ছেলে এ আত্মহত্যা করেন। আত্মহত্যার সংবাদে বন্দর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগজ্ঞ তিনশ শয্যা হাসপাতালে প্রেরন করেন।
এব্যাপারে এলাকার একাধিক ব্যক্তি আমাদের বলেন, নাদিম দীর্ঘদিন ধরে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা ধার করে জুয়া খেলে আসতো। পাওনাদাররা টাকার তাগাদায় পরিবারের কাছে একাধিকবার জানালে পরিবারের লোকজন নাদিমকে বিভিন্ন ভাবে শাসন করেন। কিন্তু জুয়া খেলা থেকে ফিরতে নাপারায় পাওনাদারের সংখ্যা দিন দিন বেরেই চলছিলো। পাওনাদারের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন।