নিউজ প্রাচ্যের ডান্ডি, বন্দর প্রতিনিধি: বন্দরে র্নিমিত ভবনের ইটের খোয়া পড়াকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় বন্দর র্গালস স্কুল ছাত্রী ও একই পরিবারের ৩ জনসহ উভয় পক্ষের কমপক্ষে ৬ জন রক্তাক্ত জখম হয়েছে। সোমবার বেলা ১১টায় বন্দর লেজার্রাস এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতরা হলো স্কুল ছাত্রী তিপ্তি (১৫) ফয়েজ (২৬) মমতাজ উদ্দিন (৪৫) জরিনা বেগম (৪৫) বাচ্চু মিয়া (৫২) রেশমা (২০)।
আহতদের স্থানীয় এলাকাবাসী জখম অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে উভয় পক্ষ বন্দর থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বন্দর লেজার্রাস এলাকায় বাচ্চু তালুকদার নামে এক ব্যাক্তি র্দীঘ দিন ধরে ভবন র্নিমানের কাজ করে আসচ্ছে। এর থারাবাহিকতায় সোমবার সকালে কাজ করার সময় অসাবধনতা বসত র্নিমিত ভবনের ইটের খোয়া পরে যায় মমতাজ উদ্দিন মিয়ার বাড়ীতে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষের ঘটনায় স্কুল ছাত্রীসহ উভয় পক্ষের কমপক্ষে ৬ জন আহত হয়।