নিউজ প্রাচ্যের ডান্ডি, বন্দর প্রতিনিধি: বন্দরে ফ্ল্যাট বাসা থেকে ৪০০ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাজাসহ ৩ নারী মাদক ব্যবসায়ীকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর)দুপুরে বন্দরের খান বাড়ি এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে প্রতিবেশীদের সহযোগীতায় পুলিশ তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, মাদক ব্যবসায়ী শিউলি(৩২)খাদিজা(২৫)এবং বিলকিছ (২০)। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, এস আই মোকলেছ, এমদাদ ও মালেকসহ পুলিশ তল্লাশী চালিয়ে বাসা থেকে এ মাদকদব্য উদ্ধার করে।