নিউজ প্রাচ্যের ডান্ডি, বন্দর প্রতিনিধি: বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
ধৃতরা হলো বন্দর থানার স্বল্পেরচক এলাকার নুর ইসলাম মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আলাল মোল্লা (৩৩) দেওয়ানবাগ এলাকার আক্কাস মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী আক্তার হোসেন শুভ (২৮) স্বল্পেরচক এলাকার মৃত মোহাম্মদ হোসেন মিয়ার ছেলে বন্দর থানার ২২(১১)১৭ নং মারামারি মামলার আসামী শফিকুল ইসলাম ওরফে বাবু (৩২) ও একই এলাকার মৃত কবির হোসেন মিয়ার ছেলে আওলাদ রফে তাওলাদ (৩৩)। ধৃতদের গতকাল সোমবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।