নিউজ প্রাচ্যের ডান্ডি, বন্দর প্রতিনিধি: বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত বুধবার রাতে বন্দর থানার নবীগঞ্জ ও বন্দর বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। ওই সময় পুলিশ ২ মাদক ব্যবসায়ী দেহ তল্লাশী করে ৩১ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৬৭(২)১৮ ও ১(৩)১৮। জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক সালাউদ্দিনসহ সঙ্গীয় র্ফোস বুধবার রাতে নবীগঞ্জ চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার কালা চাঁন মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী হান্নান (৪৫)কে গ্রেপ্তার করে। একই রাতে বন্দর থানার এএসআই নাসিরসহ সঙ্গীয় র্ফোস বন্দর বাজার এলাকায় অভিযান চালিয়ে ২১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ বাড়ৈইপাড়া এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী হাফিজুর রহমান (২৫)কে গ্রেপ্তার করে। ধৃত ২ মাদক ব্যবসায়ীকে পৃথক ২টি মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।