নিউজ প্রাচ্যের ডান্ডি: নারায়ণগঞ্জ জেলা পরিষদ ৩ নং ওয়ার্ডের নির্বাচনে ৭ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন মগানগর বিএনপির সহ-সভাপতি আলহাজ¦ আতাউর রহমান মুকুল সমর্থিত শ্রমিকলীগ নেতা মো: আলাউদ্দিন। যিনি ইতিপূর্বে বিএনপিতে ছিলেন।
আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দী নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান পন্থী জাতীয় পার্টি নেতা গিয়াসউদ্দিন চৌধুরী পেয়েছেন ৫ ভোট।
রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত বন্দরে বিএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দরের ১৯ থেকে ২৭ নং ওয়ার্ড নিয়ে জেলা পরিষদের ৩নং ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডে ৯ জন পুরুষ ও ৩ জন নারী সহ মোট ১২ জন কাউন্সিলর ভোট প্রদান করেন।
ভোট দেন, নাসিক ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল সাগর প্রধান, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মো: হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ ভূইয়া, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো: এনাযয়েত হোসেন, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো: সামছুজ্জোহা, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুল, সংরক্ষিত আসনের ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর শিউলী নওশাদ, ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর শাওন অংকন এবং ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর হোসনে আরা।
জানাগেছে, এই নির্বাচনের পূর্বে গ্রুপিং সৃষ্টি হওয়ায় আলাউদ্দিনকে বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান মুকুল সমর্থন করেন। আর ওসমান পরিবারের সমর্থনে নির্বাচনে অংশ নেন গিয়াস উদ্দিন চৌধুরী।