নিউজ প্রাচ্যের ডান্ডি, বন্দর প্রতিনিধি: বন্দরে বাশার পেপার মিলে টিনসেডের কাজ করার সময় পরে গিয়ে আশ্রাফুল (২৫) নামে এক র্নিমান শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বন্দর থানার মালিবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে র্নিমান শ্রমিকের স্ত্রী হাসি বেগম বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। যার অপমৃত্যু মামলা নং- ১৮ তাং- ২৪-৮-১৭। জানা গেছে, বন্দর থানার কামতালস্থ তবলপাড়া এলাকার হাসি বেগমের স্বামী আশ্রাফুল মিয়া র্দীঘ দিন ধরে বাশার পেপার মিলে টিনসেটের কাজ করে আসচ্ছে।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে পেপার মিলে টিনসেডের কাজ করার সময় হাঠাৎ উপর থেকে নিচে পরে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়। পরে র্নিমান শ্রমিককে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে মদনপুর বারাকা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। সংবাদ পেয়ে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ দ্রুত হাসপাতালে এসে মৃতদেহ উদ্ধার করে র্মগে প্রেরণ করে।