নিউজ প্রাচ্যের ডান্ডি, বন্দর প্রতিনিধি: ট্রাক চালক ও হেলপার কর্তৃক ইনসি সিয়েম সিটি সিমেন্ট কোম্পানী ২’শ ৫০ বস্তা সিমেন্ট চুরি করে অন্যত্র স্থানে বিক্রি করার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গত সোমবার রাতে ট্রন্সের্পোট ব্যবসায়ী মাসুদ রানা বাদী হয়ে ট্রাক চালক ও হেলপারকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৫(১)১৮ ধারা- ৪০৭/৩৪ দঃবিঃ।
জানা গেছে, গত ৩ জানুয়ারী রাত পৌনে ১২টায় বন্দর উপজেলার মাহামুদনগর ইনসি সিয়েম সিটি সিমেন্ট কোম্পানী থেকে সিদ্ধিরগঞ্জ সানারপাড় এলাকার ট্রাক চালক রিয়াজ ও একই এলাকার হেলপার মামুন ঢাকা মেট্রো ঢ ১১-০৩৬৮ নাম্বারের একটি ট্রাকযোগে ২’শ ৫০ বস্তা সিমেন্ট লোড করে রুপগঞ্জ থানার ভুলতা এলাকার ডিলার লাকি ট্রেড্রার্স উদ্দেশ্যে রওনা হয়। পরে চলন্ত অবস্থায় পথের মধ্যে কোন একস্থানে ট্রাকে রক্ষিত সিমেন্ট বিক্রি করে ট্রাক মালিকের গ্যারেজে ট্রাক রেখে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও এ রির্পোট লেখা পর্যন্ত চোরাইকৃত সিমেন্ট উদ্ধারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।