নিউজ প্রাচ্যের ডান্ডি, বন্দর প্রতিনিধি: বন্দরে সড়ক র্দূঘটনায় তুষার (১২) নামে এক বালক মারাত্মক ভাবে আহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনতা ঘাতক সিএনজি চালক তাজুল (৩৮)কে সিএনজিসহ আটক করে বন্দর থানা পুলিশে সোর্পদ করেছে।
গত রোববার রাতে বন্দর থানার দড়িসোনাকান্দা এলাকায় এ র্দূঘটনাটি ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্দর থানার দড়িসোনাকান্দা এলাকার দিনমজুর রফিক মিয়ার ছেলে রাস্তা পারাপারের সময় হাঠাৎ নারায়ণগঞ্জ থ ১১-৫২৩৭ নাম্বারের একটি সিএনজি তাকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় এলাকাবাসী ধাওয়া করে র্দূঘটনা কবলিত সিএনজি গাড়ীটি আটক করে। পরে সিএনজি চালক তাজুল ইসলামকে আটক করে গাড়ীসহ বন্দর থানা পুলিশে সোর্পদ করে। আটককৃত চালক তাজুল ইসলাম বালিয়াগাও এলাকার মৃত ইমান আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।