নিউজ প্রাচ্যের ডান্ডি, বন্দর প্রতিনিধি: বন্দরে হাফেজিয়া মাদ্রাসার ছাত্র আরিফ হোসেন (১৩) নিখোঁজ হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর সকাল ৯টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নস্থ দেওয়ানবাগ পশ্চিমপাড়াস্থ তার নিজ বাড়ী থেকে বের হয়ে আর বাড়ীতে ফিরেনি। বহু স্থানে খোঁজাখুজি করে নিখোঁজ ছাত্রের কোন সন্ধান না পেয়ে নিখোঁজ ঘটনার ১০ দিন পর রোববার সকালে এ ব্যাপারে বন্দর থানায় জিডি এন্ট্রি করা হয়েছে। যার জিডি নং- ৬৩০ তাং-২৪-৯-২০১৭ইং। নিখোঁজ ছাত্র আরিফ হোসেন দেওয়ানবাগ পশ্চিমপাড়া এলাকার সিরাজ হোসেন মুন্সি মিয়ার ছেলে। এ ব্যাপারে নিখোঁজ স্কুল ছাত্রের পিতা সিরাজ মুন্সি সাংবাদিকদের জানায়, তার ছেলে আরিফ হোসেন মদনপুর দেওয়ানবাগ শাহীমসজিদ হাফিজিয়া মাদ্রাসা লেখাপড়া করে আসচ্ছে। ১৪ সেপ্টেম্বর সকালে সে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে আসেনি। তার উচ্চতা ৪ ফুট, গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, স্বাস্থ্য হালকা পাতলা, পরনে ছিল ফুলপ্যান্ট ও ডোরাকাটা পাঞ্জাবী পরিহিত ছিল।