নিউজ প্রাচ্যের ডান্ডি, বন্দর প্রতিনিধি: বন্দর থানা পুলিশ ৩ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাতে ও শনিবার দুপুরে বন্দরে বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করে। পুলিশ ধৃত ৩ মাদক ব্যবসায়ী দেহ তল্লাশী করে ১’শ ২ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা রুজু করেছে। যার মামলা নং- ৪(২)১৮, ৫(২)১৮ ও ৬(২)১৮।
থানা সূত্রে জানা গেছে, মদনগঞ্জ ফাঁড়ী এএসআই আব্দুল হকসহ সঙ্গীয় র্ফোস শুক্রবার রাতে বন্দরে ১৯নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ ওয়েল ফেয়ার মাঠে অভিযান চালিয়ে ৩৭ পিছ ইয়াবা ট্যাবলেটসহ উত্তর চরঘারমোড়া এলাকার মিরাজ মিয়ার ছেলে চিহিৃত ইয়াবা ব্যবসায়ী লেংড়া বাপ্পী (৩২)কে গ্রেপ্তার করে।
এ ছাড়াও শনিবার ভোরে ধামগড় ফাঁড়ী উপ-পরিদর্শক অনুপ অধিকারীসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে ধামগড় এলাকার পায়েলের গোডাউনের সামনে অভিযান চালিয়ে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হরিপুর এলাকার মনির হোসেন মিয়ার ছেলে আব্দুল্লাহ ওরফে তুষার (২৫)কে গ্রেপ্তার করে।
এদিকে একই দিনে দুপুরে বন্দর থানার এএসআই ইলিয়াছ খানসহ সঙ্গীয় র্ফোস ফরাজিকান্দা রেললাইন এলাকায় অভিযান চালিয়ে ৫৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ফরাজিকান্দা এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে চিহিৃত মাদক স¤্রাট ও বহু মাদক মামলার আসামী চাঁনপুইরা আলমগীর (৩৫)কে গ্রেপ্তার করে।
ধৃত ৩ মাদক ব্যবসায়ী মধ্যে ২ জনকে পৃথক ২টি মাদক মামলায় আদালতে প্রেরণ করা হলেও অপরধৃত চাঁনপুইরা আলমগীর থানা হাজতে আটক আছে বলে জানা গেছে।