নিউজ প্রাচ্যের ডান্ডি, বন্দর প্রতিনিধি: বন্দরে ১’শ ৫১ পিছ ইয়াবা ও ২’শ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে বন্দও সালেহনগড় এলাকার মৃত আ: মজিদ সিকদারের ছেলে বাদল সিকদার(৫৮),মদনপুর চিরাইপাড়া এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে আসলাম(২৮),শাহীমসজিদ নুরবাগ এলাকার মৃত সামাদ মিয়ার ছেলে জুলহাস(৪০) ও লক্ষনখোলা এলাকার মোঃ সামাদ মিয়ার ছেলে শিবলু(২৮)।
পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গেস্খফতার করা হয়। এদের মধ্যে সালেহনগড় এলাকার বাদল সিকদারের কাছ থেকে ২০ পিছ, লাঙ্গলবন্দ নগর এলাকা থেকে আসলামের কাছ থেকে ১’শ পিছ, লক্ষনখোলা ইটখোলা ব্রীজের উপর থেকে শিবলুর কাছ থেকে ৩১পিছ ও নুরবাগ এলাকা থেকে জুলহাসের কাছ থেকে ২’শ গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক মালা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।