নিউজ প্রাচ্যের ডান্ডি: বন্দর থানা মহিলা দলের ৫১ সদস্য কমিটি ঘোষনা করেছে নারায়ণগঞ্জ মহানগর মহিলা দল। কমিটিতে নাজমা বেগমকে সভাপতি, শ্যামলী পারভীনকে সাধারণ সম্পাদক ও নাছিমা বেগমকে সাংগঠনিক সম্পাদক পদে দেয়া হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মদনগঞ্জ একটি কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের বন্দর থানা শাখার আয়োজনে এক আলোচনা সভা শেষে ৫১ সদস্য কমিটি ঘোষনা করা হয়।
সরকার পতন আন্দোলনে আগামীর আন্দোলন সংগ্রাম করার সাথে কমিটি সকল সদস্যকে থাকার আহবান জানান মহানগর মহিলা দলের সভানেত্রী রাশিদা জামাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের আহবায়ক নুরুন্নাহার। বিশেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের প্রথম যুগ্ম আহবায়ক মোসাম্মৎ আয়েশা আক্তার দিনা ও দ্বিতীয় যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মাহমুদা আক্তার, সাজেদা খাতুন মিতা, ডলি আহমেদ, বিনু আক্তার, সাবেক মহানগরের সহ সভাপতি রানী আক্তার।
কমিটিতে অন্যরা হলেন, সহ-সভাপতি মাহমুদা বেগম, রিনা বেগম, খুশি বেগম, মাকসুদা বেগম, সহ-সাধারণ সম্পাদক মর্জিনা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াছমিন, কোষাধ্যক্ষ নুরুন নাহার, প্রচার সম্পাদক আসমা বেগম, সহ-প্রচার সম্পাদক আসমা বেগম, দপ্তর সম্পাদক আমেনা আক্তার দিপু, সহ-দপ্তর সম্পাদক আনোয়ারা।
সদস্য হয়েছেন যারা, আয়শা আক্তার অন্তু, রোমানা আক্তার রুমি, শিলা আক্তার, রাবেয়া বসরি, হাবিবা বেগম, মনোয়ারা বেগম, মঞ্জু বেগম, শিউলী আক্তার, জিয়াসমিন, পারভীন আক্তার, আয়শা বেগম, রুবিনা আক্তার, ছনিয়া আক্তার, গুলেনূর জান্নাত, হাবিবা সরকার, মর্জিনা বেগম, নার্গিস আক্তার, পিয়ারী বেগম, খোদেজা বেগম, হালিমা বেগম, আক্তার বানু, হেনা আক্তার, লাঠুরী, আনোয়ারা বেগম, হাজেরা বেগম, হিরা বেগম, রাজিয়া বেগম, বেবী আক্তার, তারা বেগম, হনুফা বেগম, কামরুন নাহার, লাকি আক্তার, নাসিমা বেগম, সুখি বেগম, হাসিনা বেগম, বৃষ্টি আক্তার, হামিদা আক্তার।
উক্ত ৫১ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ২৫ দিনের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি সমূহ গঠন নারায়ণগঞ্জ মহানগর শাখার অনুমোদনের সাপেক্ষে পরামর্শ দেয়া হয়েছে। কমিটি গঠনে ৭ আহবায়ক মধ্যে ৫ জনের সুপারিশ করা হয়েছে বলে জানান মহানগর মহিলা দলের সভানেত্রী রাশিদা জামাল।